
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫’এর তৃতীয় দিন সকালের সেশনে বাংলাদেশের স্বপ্ন টিকিয়ে রেখেছেন কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী এককের সেমি-ফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আরচ্যার।
কম্পাউন্ড নারী এককে এলিমিনেশন রাউন্ডের শুরুতেই সোমবার বিদায় নিয়েছিলেন মিথিলা আক্তার। বাই পেয়ে ১/১৬-তে ওঠা বাকি তিন আরচ্যারের মধ্যে কুলসুম আক্তার মনিকে ঘিরে আশা বেঁচে আছে বাংলাদেশের। কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারান। কোয়ার্টার-ফাইনালে কুলসুম কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে জিতেন ১৪৬-১৪৪ পয়েন্টে।
পুষ্পিতা জামান দক্ষিণ কোরিয়ার পার্ক জং উনের বিপক্ষে টাইব্রেকে ১৪২-১৪২ (১০-১০+) জয়ের পর কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার কাছে ১৪৫-১৪৩ স্কোরে হেরে ছিটকে যান ১/৮ থেকে। এই ইভেন্টে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল বন্যা আক্তারের কাছে। ইরানের আশেকজাহেদ ওসকুয়েই বিতার কাছে ১৪১-১৩৯ স্কোরে হেরে বন্যা বিদায় নিয়েছেন ১/১৬ থেকে।
রিকার্ভ পুরষ এককে হতাশই হতে হয়েছে বাংলাদেশকে। ‘বাই’ পেয়ে ১/২৪ এর ম্যাচে চাইনিজ তাইপের লিউ তাই ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) হারিয়ে ভালো শুরু করেছিলেন রাকিব মিয়া। ১/১৬-এর লড়াইয়ে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগেকে ৬-৪ সেট পয়েন্টে (২৮-২৯, ২৫-২৬, ২৭-২৪, ২৯-২৮, ২৭-২৯) হারিয়ে ১/৮ রাউন্ডও নিশ্চিত করেছিলেন । কিন্তু দক্ষিণ কোরিয়ার জ্যাং চায়েওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৯, ২৬-২৬, ২৯-২৮, ২৬-২৯, ২৭-২৯) হেরে বিদায় নেন রাকিব।
রিকার্ভ এককে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ১/২৪-এ মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দিকে ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৯, ২৭-২৭, ২৫-২৭, ৩০-২৮, ২৯-২৩) হারান। এরপর ১/১৬ তে দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহো’র বিপক্ষে আলিফ জিতেন ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৮, ২৮-২৭, ২৪-৩০, ২৯-২৬, ২৬-২৬)। কিন্তু কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে (২৮-২৭, ২৭-২৯, ২৭-২৮, ২৯-২৯, ২৯-৩০) হেরে ১/৮-এর মঞ্চ থেকে ঝরে যান আলিফ।
বাই পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা সাগর ইসলাম ১/২৮ থেকে বিদায়ে নিয়েছেন ভিয়েতনামের লে কুয়োক ফোংয়ের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৬, ২৫-২৮, ২৯-২৭, ২৭-২৮, ২৭-২৪) হেরে। এ ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রাম কৃষ্ণ সাহা বাই পেয়ে শুরু করেছিলেন ১/১৬ থেকে, সেখানে লে কুয়োক ফোংকে ৬-৫ সেট পয়েন্টে (২৮-২৯, ২৭-২৮, ২৭-২৫, ২৭-২২, ২৭-২৭) হারান তিনি। এরপর ১/৮-এর লড়াইয়ে রাম কৃষ্ণ ৬-৪ সেট পয়েন্টে (২৭-২৫, ২৮-২৮, ৩০-২৭, ২৭-২৮, ২৮-২৮) ভারতের রাহুলের কাছে হেরে যান। ফলে রিকার্ভ পুরুষ এককে অংশ নেওয়া বাংলাদেশের চার আরচ্যারই ছিটকে গেল।
রিকার্ভ মহিলা একক বিদায় নিয়েছে বাংলাদেশের চার আরচ্যারই। এই বিভাগের এলিমিনেশন রাউন্ডে সোনালি রায় ১/১৬-এর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির কাছে ৬-০ সেট পয়েন্টে (২৯-২৫, ৩০-২২, ২৯-২৭) হেরেছেন। শিমু ভারতের অঙ্কিতা ভাকাতের কাছে ৭-১ সেট পয়েন্টে (৩০-২৩, ২৯-২৫, ২৬-২৬, ২৮-২৭), ইতি খাতুন ভারতের অংশিকা কুমারির কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৪, ২৫-২৯, ২৮-২৬, ২৭-২৮, ২৭-২৫) ও মনিরা আক্তার মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার কাছে ৬-২ সেট পয়েন্টে (২৫-২৬, ২৭-২৭, ২৭-২৭, ২৪-২৭) হেরে ছিটকে গেছেন।
কম্পাউন্ড পুরুষ এককে আগেই বিদায় নিয়েছিলেন নাওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মাদ আশিকুজ্জামান। বাকি ছিল হিমু বাছাড়ের খেলা। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাই পাওয়া হিমু মঙ্গলবার ১/১৬-এর লড়াইয়ে ভুটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে ছিটকে যান।