খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৪:৪১
খুলনা বিশ্ববিদ্যালয়ের সংগঠন টিএসকেইউএন এর সভাপতি করিনা সিদ্দিকা এবং সাধারণ সম্পাদক সুমিত কুমার সেন। ছবি: কোলাজ বাসস

খুলনা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের সংগঠন টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক (টিএসকেইউএন) এর সভাপতি নির্বাচিত হয়েছেন করিনা সিদ্দিকা। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজের মাস্টার্সের ছাত্রী। 

পরিবেশ ও জলবায়ু কেন্দ্রিক এ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমিত কুমার সেন।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ২০২৫-২০২৬ বছরের জন্য ৩০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সহ-সভাপতি সানজিদা খাতুন, কোষাধ্যক্ষ সজিব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুর রহিম নিশান, দপ্তর সম্পাদক প্রকাশ বিশ্বাস, গবেষণা ও উদ্ভাবণ সম্পাদক হুমায়রা চৌধুরী, মানবসম্পদ সম্পাদক আশরাফ ফাহিম অনিক, মিডিয়া সম্পাদক মাহিনুল হক আবীর, ইভেন্ট সম্পাদক মেহের আফরোজ মৌরি এবং প্রচার সম্পাদক পদে নাজমুস সাকিব খান।

এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরমধ্যে রয়েছেন মুস্তাকিন রনি, ফাতিমা তুজ জোহরা, সাহিনুর আক্তার রিয়া, সৌরভ মিস্ত্রি, নাহিদ হাসান, আবদুল্লাহ আল আবিদ খান, অনয় চাকমা, তানিয়া সুলতানা নিপা, এস এম রেদাওনুর রহমান, সুকি মারমা, রেশমি চাকমা, মো নূর আলম, শেখ আরিফ আহমেদ এবং শেখ সুজন আহমেদ।

জানা গেছে, গত এক বছরে টিএসকেইউএন বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে ‘ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রজেক্ট’ এর অধীনে দুটি অধিবেশন আয়োজন করে। এর মূল উদ্দেশ্য তরুণদের মধ্যে অন্তর্ভুক্তি, সমতা এবং জলবায়ু ন্যায়বিচার প্রচার করা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা
আজহারীর বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ
১০