বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৪:২২
মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। 

জেলা তথ্য কর্মকর্তা মইনুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হোসাইন আহমেদ। 

তরুণদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন এস এম ফাহিম এবং সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতি।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি জাগরণে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা রেখেছে। ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের প্রতিটি আন্দোলনে তারা জীবন দিয়ে দেশকে এগিয়ে নিয়েছে। তরুণদের সেই ঐতিহ্য ধরে রেখে পড়াশোনা ও প্রতিযোগিতার মাধ্যমে আত্মগঠন করতে হবে।

আলোচনা সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে মাল্টিমিডিয়া প্রজেকশনে মহেশখালীর একমাত্র জুলাই শহীদ তানভিরের জীবনের ওপর নির্মিত একটি শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা
আজহারীর বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ
১০