পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:২৬
ছবি : বাসস

পঞ্চগড়, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পঞ্চগড় প্রেসক্লাবে সদস্য অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছিল জটিলতা। দীর্ঘদিন পর সেই জটিলতা নিরসন হয়েছে, গঠন হয়েছে ১৫ সদস্যের নতুন কমিটি।

এই কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাভিশন ও কালবেলার সাংবাদিক মোশারফ হোসেনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার।

গতকাল সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, দৈনিক করতোয়ার সামছুদ্দীন চৌধুরী কালাম ও নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিজয় টিভির ইনসান সাগরেদ, যুগ্ম সম্পাদক এখন টিভির লুৎফর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক আমার বার্তার ইকবাল বাহার, দপ্তর সম্পাদক দৈনিক লোকায়নের বদরুদ্দোজা প্রধান বাঁধন, সাহিত্য, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হয়েছেন বাসস’র আবু নাঈম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইনকিলাবের সম্রাট হোসাইন, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক ডিবিসির আবু সালেহ রায়হান, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক মানবজমিনের সাবিবুর রহমান সাবিব এবং কার্যকরি সদস্য করা হয়েছে আলোকিত উত্তরের আব্দুল্লাহ আল মামুন রনিক ও একাত্তর টিভির রফিকুল ইসলামকে।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউর আদম সুফি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ।

জানা গেছে, গত বছরের ২১ আগস্ট কতিপয় সাংবাদিকের তোপের মুখে পূর্বের কমিটি বিলুপ্ত হয়। 

নতুন কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবটি পরিত্যক্ত হয়ে রয়েছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঐকান্তিকতায় জটিলতার বিষয়টি দীর্ঘদিন পরে হলেও সুরাহা হয়েছে। সবাই মিলে প্রেসক্লাবটি সুন্দরভাবে সাজাতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০