লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:২১
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি: বাসস

লালমনিরহাট, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাটে জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য সংগ্রহ অভিযান এখন রূপ নিয়েছে গণজোয়ারে। প্রতিটি কর্মসূচিতেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা পরিণত হচ্ছে জনসভায়। 

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জেলা বিএনপির জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রতি জনগণের ভালোবাসা ও আস্থাই এর মূল কারণ।

গতকাল সোমবার রাতে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত সদস্য সংগ্রহ কার্যক্রমেও এমনই এক দৃশ্য দেখা যায়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস ছালামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নারী-পুরুষের ঢল নামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সভায় তিনি বলেন, আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব। জনগণের ভালোবাসার জবাব দিতে আমি কাজ করতে চাই কেবল জনগণের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ দুলুর সহধর্মিণী লায়লা হাবিব, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, দুলুর নেতৃত্বে সদস্য সংগ্রহ অভিযানে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গণজোয়ার বিএনপিকে লালমনিরহাটের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত
বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ
১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার
বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল
বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার
আগামীর বাংলাদেশ ভাবনায় বাকৃবি ছাত্রদলের সেমিনার
খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু
১০