অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় খনি কেন্দ্রের কাছে তীব্র ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার খনিজ সমৃদ্ধ পশ্চিম উপকূলে একটি তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় দ্রুত শক্তি সঞ্চয় করছে বলে আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে সিডনি থেকে এএফপি জানিয়েছে। উক্ত এলাকায় প্রবল ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং এর ফলে বাধ্য হয়ে বিশ্বব্যাপী লৌহ আকরিক পরিবহনের এই কেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছে। 

সরকারি পূর্বাভাসকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় জেলিয়া শুক্রবার বিকেলে স্থলভাগে আঘাত হানার আগে সবচেয়ে শক্তিশালী পাঁচ নম্বর ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক বোঝাই করার বন্দরগুলোর মধ্যে একটি পোর্ট হেডল্যান্ড। বর্তমানে এখানে জাহাজ পরিষ্কার করে সব কাজ বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া ব্যুরোর পূর্বাভাসক ডিন ন্যারামোর বলেন, ‘এটি আজ দ্রুত শক্তি সঞ্চয় করতে থাকবে এবং তারপর উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করবে পারে।’

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) এর চেয়েও শক্তিশালী "ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক বাতাস" বয়ে আনতে পারে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রে ঘণ্টায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া ব্যুরো তথ্য অনুসারে, ক্যাটাগরি পঞ্চম ঘূর্ণিঝড় "অত্যন্ত বিপজ্জনক" এবং "ভবনগুলোর ব্যাপক ধ্বংস" ঘটাতে পারে।

"এই কারণেই আমরা পিলবারা উপকূলের এই অংশ জুড়ে আমাদের বাসিন্দাদের নিয়ে এত উদ্বিগ্ন," নারামোর বলেন।

"এটি একটি তীব্র এবং বিপজ্জনক ঝড়।"

ঘূর্ণিঝড়টি সম্ভবত পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে -রাজধানী পার্থ থেকে উত্তরে এবং কম জনবহুল খনি এবং গবাদি পশু পালন এলাকাসহ দেশ জুড়ে অভ্যন্তরীণ স্থানে আঘাত হানতে পারে।

আবহাওয়া ব্যুরোর তথ্য অনুসারে, পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূল দেশের সবচেয়ে ঘূর্ণিঝড়-প্রবণ অঞ্চল। এখানে দক্ষিণ গোলার্ধের দুর্যোগ সর্বোচ্চ ঘূর্ণিঝড় হয়ে থাকে।

এই অঞ্চলে লৌহ আকরিক, তামা এবং সোনার উল্লেখযোগ্য মজুদ রয়েছে এবং অস্ট্রেলিয়ার বৃহত্তম খনির কয়েকটির এখানে অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০