ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রফেসর ইউনূস 

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪৯ আপডেট: : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৭
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ কুয়ালালামপুরে ইউকেএম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

কুয়ালালামপুর, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

আজ বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনূস।

আজ সকালে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে স্বাগত জানান।

এসময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ,নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০