ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০০:১৮

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধি এবং তথ্য কেন্দ্রকে আরও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ ঢাবির জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীকে সেবা প্রদান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই দু’জন শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিসের সঙ্গে সমন্বয় করে সেবা গ্রহীতাদের হালনাগাদ তথ্য প্রদান করছেন।

উল্লেখ্য, জনসংযোগ দফতরের সার্বিক তত্ত্বাবধানে তথ্য কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে তথ্য কেন্দ্রে একটি পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশীটসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জরুরি অভিযোগ নিষ্পত্তির জন্য ইতোমধ্যেই প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-অফিসের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ই-মেইল:[email protected] অথবা হোয়াটসঅ্যাপ: ০১৭৯৭-৪৯০৫৭৫ (শুধু মেসেজের জন্য) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 
বিদায় নিয়েছে মৌসুমি বায়ু, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
ডি আর কঙ্গোতে আইএস সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় নিহত ১৯ 
বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
নিষিদ্ধ বীজ ও ভ্যাকসিন বিক্রির অভিযোগে হিলিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরে প্রজেক্টরে দেখানো হলো তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকার
৮০জন পরীক্ষার্থীসহ হাওরে দিকহারা নৌকাটিকে উদ্ধার করেছে পুলিশ
বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
কক্সবাজারে উঠান বৈঠক ও ৩১ দফার লিফলেট বিতরণ বিএনপির
ভারতের ভিডিও বাংলাদেশের বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০