উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২৩:৫৫
ছবি: সংগৃহীত

তাসখন্দ (উজবেকিস্তান), ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ সে দেশের আইটি পার্ক-এর সিইও আবদুল আখাদ কুছকারোভের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় দূতাবাসের প্রথম সচিব শুক্লা বনিক, উজবেকিস্তান আইটি পার্কের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান দিলডোরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের আইটি সেক্টরের অপার সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা, এখাতে রপ্তানি আয়, ব্যাংকিং ও আর্থিক খাতসহ আর্থসামাজিক পরিমন্ডলে আইটির ব্যবহার ও প্রসার, আইটি সেক্টরের প্রতি তরুণদের আগ্রহ, ক্রমবর্ধমান তরুণ উদ্যোক্তা, ইন্টারনেটের গুণগত মান ও বিস্তৃতি বিষয়ে তাকে অবহিত করেন। 

রাষ্ট্রদূত আইটি খাতের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, কার্যক্রম ও প্রণোদনাসমূহের উল্লেখ করেন। তিনি দু’দেশের আইটি সেক্টরের মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করতে আইটি পার্ক কর্তৃপক্ষদ্বয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পন্ন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। আইটি সেক্টরসহ সকল ক্ষেত্রে ব্যবসা, বিনিয়োগ ও যোগাযোগ শক্তিশালী করতে ভিসা সহজীকরণের ওপরও রাষ্ট্রদূত গুরুত্ব আরোপ করেন। 
    
বৈঠকে সিইও কুছকারোভ উজবেকিস্তানের আইটি সেক্টরের অর্জন ও সম্ভাবনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করে এক্ষেত্রে দু’দেশের মধ্যকার সহযোগিতাকে আরো অর্থবহ ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব আরোপ করেন। আইটি খাতে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করে তিনি বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশসমূহে আইটি সেক্টরে বাংলাদেশ ও উজবেকিস্তানের একত্রে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমঝোতার স্মারকের ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০