যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:২৫
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  । ছবি : বাসস

যশোর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের জন্য যশোরে এক হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি মোবাইল টিম আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের এমকে রোডে অভিযান চালায়। এ সময় পাঁচফোড়ন হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।

সেলিমুজ্জামান জানান, অভিযানকালে দেখা যায় রেস্টুরেন্টটিতে বাসি গ্রিল (মুরগি) প্রস্তুতকৃত অবস্থায় কাগজে মুড়িয়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে তৈরি করা বোরহানী ও সস এর প্যাকেজিংয়ের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা ছিল না।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, ভোক্ত পর্যায়ে সরবরাহ করা এবং মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি টিম ও ক্যাব- যশোর জেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
১০