ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২৩:৪১ আপডেট: : ১৩ আগস্ট ২০২৫, ২৩:৪৭

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানার অপরাধ প্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিশেষ অভিযানে নিয়মিত ও তদন্তাধীন মামলার এবং সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধীদের গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুলিশ আদাবর থানার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মো. সজিব হোসেন শান্ত (২১),  মো. আবদুল্লা (১৯)  এবং মো. হৃদয় ইসলাম (১৮)।

অন্যদিকে পুলিশ মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- নাজিম (২২), এ এম আবদুর রশীদ (৪৭), হৃদয় হোসেন (২০), শাকিল (২২), আকাশ ওরফে  পিচ্চি সোহেল (২২), হৃদয় (২০), রাজিব (২২), রনি (২৩), কাজী মহিদ আহমেদ টিটু (৩৫), মহির উদ্দিন (২৩), মুন্না (২০,  ওয়াহিদ (২৭), বকুল (৫০), মো. চান (২৪), হোসেন আলী (৩৫), মির্জা আহমেদ আলী (৪৯) এবং মাসুদ (৩০)।

অপরদিকে তেজগাঁও থানা এলাকার বিভিন্ন স্থান হতে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- গ্রেফতারকৃতরা হলো- মো. জনি (২৭), মো. লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির (২২), মো. সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো. সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মো. মেহেদী হাসান (২১), মো. আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল (২৫), মো. রুবেল (২৮), মো. মুহিন (১৫), মো. মিঠু (২৩), মো. নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মো. মামুন হাসান (২০), মো. রিপন (৩৪), মো. সুজন (২৬), মো. ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) এবং সোহান গাজী (১৯)।

তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায় বিশেষ অভিযানে অত্র থানা এলাকা থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. পাখি মন্ডল (৩২), মো. আলাউদ্দিন (৫৬), মো. বাবুল (৫৮), মো. সুমন আলী (২৭)। অন্যদিকে শেরেবাংলা নগর থানা কর্তৃক চার জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মনির (২৫), পলাশ (২২), রনি (২০) এবং নাহিদ মাহমুদ (৩০)।

একই দিন হাতিরঝিল থানা পুলিশ মো. জুয়েল (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০