বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮

জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

জয়পুরহাট, ১৫ ফেব্রুয়ারিী, ২০২৪ (বাসস): পাচঁ উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট জেলায় ৩০ টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৩ হাজার ২৩৩ জন।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্র বাসসকে জানায়, আজ বৃহস্পতিবার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জয়পুরহাট জেলায় এবার ৩০ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৩ হাজার ২৩৩ জন। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রয়েছেন ৯ হাজার ৬১৭ জন। দাখিল পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২ হাজার ৩৭৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ে পরিক্ষার্থী রয়েছেন ১ হাজার ২৪১ জন। প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেয় এবং প্রবেশ পত্র যাচাই করে পরীক্ষা কেন্দ্রে ঢোকানোর ব্যবস্থা করেন । সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।