শিরোনাম
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২৪-২৫ সেশনের নির্বাচনের জন্য সিনিয়র এডভোকেট আবুল খায়েরকে আহবায়ক করে সাব-কমিটি গঠন করা হয়েছে।
সুপ্রিমকোর্ট বারের সম্পাদক এডভোকেট আবদুন নূর দুলাল আজ বাসসকে এ কথা জানান।
তিনি বলেন, সিনিয়র এডভোকেট আবুল খায়ের সুপ্রিমকোর্ট বার এর নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং নোয়াখালী জেলা বার-এর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
আবদুন নুর দুলাল বলেন, আশা করছি তার নেতৃত্বে একটি স্বচ্ছ,অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অংশগ্রহণমূলক ও আইনজীবীদের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।