শিরোনাম
ঢাকা, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নয়ন। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের আর্থ-সামাজিক কাঠামোকে এমনভাবে সাজিয়েছেন, যা শুধু দেশেই নয়, বরং বিশ্বেও সমানভাবে প্রশংসিত।
আজ বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে অনেকদিন থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলে আসছেন। এখন সেই স্বপ্ন তিনিই বাস্তবে রূপ দিয়েছেন। তৃণমূলের মানুষ যাতে ডিজিটাল সুবিধা পান সেজন্য সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন।
স্থানীয় কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।