বাসস
  ০৯ মার্চ ২০২৪, ১৮:৪২

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ মার্চ, ২০২৪ (বাসস): গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু পরিবারের জৈষ্ঠ্য সদস্য শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী,  প্রফেসর মো. মনোয়ার হোসেন, উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের অধ্যক্ষ আকরামুজ্জামান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট পদক, মেডেল, ট্যাব  ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।