ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষা বৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২২:৩৩

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও গবেষণা সম্মাননা দেয়া হয়েছে। 

আজ সোমবার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন। ইনস্টিটিউটের অ্যালামনাইদের অর্থায়নে এই শিক্ষাবৃত্তি ও গবেষণা সম্মাননা দেয়া হয়।

লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যালামনাইদের পক্ষে তারিকুল ইসলাম খান বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিভিন্ন প্রতিকূলতার সত্ত্বেও আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। এ ধরনের বৃত্তি এবং সম্মাননা গবেষকদের মেধা ও মননের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করে। 

তিনি অত্যাধুনিক গবেষণার মাধ্যমে দেশের চামড়া শিল্পকে এগিয়ে নেয়ার জন্য ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলা উপকূলের মৎস্য অভয়ারণ্যে নদী প্রহরায় নিয়োজিত ৪ বাহিনী
চাঁদপুরে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
দিনাজপুরের বউ মেলায় তরুণ-তরুণীরা খোঁজেন জীবনসঙ্গী 
সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না জনগণ: রুহুল কবির রিজভী
মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মৎস্যজীবীদের জন্য বরাদ্দ ৭৩.৪০ মে:টন চাল
ভেনিজুয়েলার উপকূলে মাদক বহনের নৌকায় মার্কিন বাহিনীর আক্রমণে নিহত ৪
ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে মামলা
মেহেরপুরের আমঝুপি নীলকুঠি: বাংলার শোষণ আর সংগ্রামের ঐতিহাসিক নিদর্শন
১০