নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫

নীলফামারী, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ সড়ক দুর্ঘটনায় ইফতেখার জাহান রোহান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বিকেল পাঁচটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে, শনিবার দুপুর একটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে দাড়োয়ানী নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হন ইফতেখার জাহান রোহান।

নিহত ইফতেখার জাহান রোহান (১৫) নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের ছেলে এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল এ- কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে দাড়োয়ানী বাজারের দিকে যাচ্ছিলো রোহান। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হলে রোহানকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা 
প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু কাল
বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের মঈন আলী
পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫০৬ জন গ্রেফতার 
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
১০