
নীলফামারী, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ সড়ক দুর্ঘটনায় ইফতেখার জাহান রোহান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল পাঁচটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শনিবার দুপুর একটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে দাড়োয়ানী নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হন ইফতেখার জাহান রোহান।
নিহত ইফতেখার জাহান রোহান (১৫) নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের ছেলে এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল এ- কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে দাড়োয়ানী বাজারের দিকে যাচ্ছিলো রোহান। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হলে রোহানকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।