বাসস
  ০৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৯

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গা, ৪ এপ্রিল, ২০২৪ (বাসস) : জেলার দামুড়হুদা ও দর্শনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ও সাড়ে ১১ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম হোসেন (৯) ও সিরাজগঞ্জ জেলার শ্রীবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০)। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু ইব্রাহিম হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বেলা সাড়ে ১১ টার দর্শনা পুরাতন বাজারে ট্রাক্টরের সঙ্গে ইমরান খানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রক্তাক্ত জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।