কিশোরগঞ্জ সদর হাসপাতালে পানি সংকট, রোগী ও স্বজনদের ভোগান্তি 

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২২:০৮
কিশোরগঞ্জ ২৫০- শয্যা জেনারেল হাসপাতাল। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলা সদরে অবস্থিত কিশোরগঞ্জ ২৫০- শয্যা জেনারেল হাসপাতালে দু’দিন যাবৎ পানি সংকট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সোমবারের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বহুতল ভবনের পানি তোলার জন্য ২০২০ সালে স্থাপিত পাম্পটিতে (মোটর) প্রায়ই ত্রুটি দেখা দিচ্ছিল। দু’টিন আগে হঠাৎ সেটি বিকল হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের ৬তলা ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। অন্য বিল্ডিংয়ের ট্যাঙ্কিগুলোতে যে পানি ছিল তা দিয়েই দু’দিন চলেছে। এ পরিস্থিতিতে রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, ছয়তলা ভবনে ১০ হর্স পাওয়ারের মোটরটি প্রায়ই সমস্যা করছিল। কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় পানির সমস্যা সৃষ্টি হয়েছে। 

তিনি জানান, এ বিয়টি নিয়ে গণপূর্ত বিভাগ কাজ করছে। যত শিগগির সম্ভব সমস্যা সমাধানের জন্য চেষ্টা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০