কিশোরগঞ্জ সদর হাসপাতালে পানি সংকট, রোগী ও স্বজনদের ভোগান্তি 

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২২:০৮
কিশোরগঞ্জ ২৫০- শয্যা জেনারেল হাসপাতাল। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলা সদরে অবস্থিত কিশোরগঞ্জ ২৫০- শয্যা জেনারেল হাসপাতালে দু’দিন যাবৎ পানি সংকট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সোমবারের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বহুতল ভবনের পানি তোলার জন্য ২০২০ সালে স্থাপিত পাম্পটিতে (মোটর) প্রায়ই ত্রুটি দেখা দিচ্ছিল। দু’টিন আগে হঠাৎ সেটি বিকল হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের ৬তলা ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। অন্য বিল্ডিংয়ের ট্যাঙ্কিগুলোতে যে পানি ছিল তা দিয়েই দু’দিন চলেছে। এ পরিস্থিতিতে রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, ছয়তলা ভবনে ১০ হর্স পাওয়ারের মোটরটি প্রায়ই সমস্যা করছিল। কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় পানির সমস্যা সৃষ্টি হয়েছে। 

তিনি জানান, এ বিয়টি নিয়ে গণপূর্ত বিভাগ কাজ করছে। যত শিগগির সম্ভব সমস্যা সমাধানের জন্য চেষ্টা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০