বাসস
  ০৬ এপ্রিল ২০২৪, ১৯:০৩

জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, পাশে আছি: শিল্পমন্ত্রী

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৪ (বাসস) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সবসময় নিজের নির্বাচনী এলাকার জনগণের সুখে-দুঃখে, সমস্যা-সংকটে পাশে ছিলাম, আছি ও থাকবো। 
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দ্বিতীয় বারের মতো মন্ত্রী হয়েছি। জনগণের সুখে-দুঃখে আরো নিবিড়ভাবে পাশে থেকে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে চাই।
আজ জেলা পরিষদ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব উদ্যোগে বেলাবো উপজেলার নিজ নির্বাচনি এলাকার প্রান্তিক ও নিম্ন আয়ের পাঁচশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করেছেন।
পরে,মন্ত্রী উপজেলার আনসার ও গ্রাম পুলিশের সদস্যসহ অন্যান্য অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন। 
বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়াররম্যান শারমিন আক্তার খালেদা প্রমুখ।