শিরোনাম
ঢাকা, ৬ এপ্রিল, ২০২৪ (বাসস): বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে আজ নগরীর রমনাস্থ কেন্দ্রীয় পুনাক কার্যালয়ের সামনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, পুনাকের উদ্যোগে প্রতি বছর রমজানে গরিব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এবারও রমজানে সারামাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলছে। পুনাক সদস্যাদের অর্থায়নে এ ইফতার বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, চাঁদ রাতে গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
পুনাক সভানেত্রী বলেন, মানুষকে সাময়িক সহায়তা নয়, একজন মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়া বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য সুরক্ষা খাতে সেবা প্রদানের লক্ষ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। পথশিশুদের সহযোগিতা করার জন্যও আমরা ঢাকায় পথশিশুদের বিভিন্ন স্কুলে যোগাযোগ করছি।
পুনাকের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন মাদ্রাসায়ও ইফতার বিতরণ করা হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম চলবে।
উল্লেখ্য, পুলিশ পরিবারের নারীদের সংগঠন পুনাক নিজস্ব গ-ির বাইরে বেরিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে। পুনাকের এ মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।