শিরোনাম
ঢাকা, ৭ এপ্রিল, ২০২৪ (বাসস) : ঈদে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইন খোলা থাকছে। ঈদের ছুটিতে কর্মরত টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের যথাযথভাবে তাদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
আজ এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ যে সকল গণমাধ্যমে এখনো বেতন-বোনাস হয়নি তাদেরকে আগামীকাল ৮ এপ্রিল সোমবারের মধ্যে তা পরিশোধ করার দাবি জানান।
বিবৃতিতে বিএফইউজে নেতারা পেশাজীবী সাংবাদিক ও সংবাদকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।