শিরোনাম
ঝালকাঠি, ১৮ এপ্রিল, ২০২৪ (বাসস) : ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
আমির হোসেন আজ বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে ঝালকাঠি এসে সরাসরি গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় যান।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি সদর হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ।
দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে আমু সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে বলেও জানান তিনি।
এ ধরণের দুর্ঘটনা যাতে বারবার না ঘটে এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির এ অংশ যাতে চার লেনে উন্নীত করার কাজ দ্রুত বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব করা হবে।
উল্লেখ্য, বুধবার ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হন।