শিরোনাম
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪ (বাসস): ঢাকা শিশু হাসপাতাল ভবনে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসীম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৩টি, সিদ্দিকবাজার থেকে ১টি এবং তেজগাঁও থেকে ১টিসহ মোট ৫টি ইউনিট হাসপাতালে পৌঁছে আজ দুপুর ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করে ।
আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।