শিরোনাম
ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ (বাসস) : কুমিল্লার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ন দাশের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আগামীকাল বিকেল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে রাখা হবে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সর্বস্তরের সকল শ্রেনী পেশার মানুষকে কুমিল্লা টাউন হল মাঠে উপস্থিত হয়ে প্রয়াত শিব নারায়ন দাসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।