শিরোনাম
গাজীপুর, ৩ মে, ২০২৩ (বাসস) : গাজীপুর সাংবাদিক ইউনিয়ন-( জিইউজে)’র উদ্যোগে মহান ‘মে দিবস’ ও ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে জিইউজে কার্যালয়ে সংগঠনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদারের পরিচালনায় ‘পেশাগত অধিকার ও নিরাপত্তা’ শীর্ষক এ আলোচনা সভায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ ও ‘মহান মে’ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এম. এ. সালাম শান্ত, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবদুস সালাম রানা, দপ্তর সম্পাদক বি. এম. বাবুল, সাংবাদিক মোহাম্মদ মামুন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক নিরাপত্তার জন্য মজুরি কাঠামো হচ্ছে সবার আগে। তাই দশম ওয়েজবোর্ড গঠন করা হলে সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করবে। তাই অবিলম্বে সরকার দশম ওয়েজবোর্ড গঠন করে সাংবাদিকদের অর্থনেতিক নিরাপত্তা ও সুরক্ষা দিবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।