চাঁদপুরের পিকআপভ্যান চাপায় ডাকাত নিহত

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০
চাঁদপুরের পিকআপভ্যান চাপায় ডাকাত নিহত। ছবি ; বাসস

চাঁদপুর, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে আজ ভোরে মালবাহী পিকাআপ ভ্যানের চাপায় মো. মহসিন (৩৮) নামে ডাকাতদলের সদস্য নিহত হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে ওই সড়কে উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ  জানায়, ঢাকা থেকে আসা মালবাহী পিকআপভ্যান অটোবাইকের যন্ত্রাংশ নিয়ে কচুয়া আসার সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা পিকআপভ্যান চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে।

ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায় বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম।

তিনি বলেন, ডাকাতদলের সদস্য মহসিন পাশবর্তী কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের লাশ কচুয়া থানায় এনে ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া পিকাপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
১০