শিরোনাম
ঢাকা, ৫ মে, ২০২৪ (বাসস) : বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক ও তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে আজ রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
খবর আইএসপিআরের।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়া বিমান বাহিনী প্রধান এয়ার মার্শালর বার্ট চিপম্যানের আমন্ত্রণে আগামীকাল সোমবার অস্ট্রেলিয়া সফর করবেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিতব্য ‘এয়ার এন্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২৪’ এ যোগদান করবেন।
বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ১১ মে দেশে ফিরে আসবেন।