শিরোনাম
ঢাকা, ৫ মে, ২০২৪ (বাসস) : কয়েক দফা ছুটি ঘোষণার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৪ মে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য মানতে হবে কিছু শর্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ- শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ এপ্রিলে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, ২৫ এপ্রিলের তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, এমন সব কার্যক্রম সীমিত থাকবে।