সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫

সাতক্ষীরা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার শ্যামনগরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির ওরফে হযরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে সুন্দরবন নার্সিংহোম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীআটি গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, হযরত আলী নকিপুর বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সুন্দরবন নার্সিং হোম সংলগ্ন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী  ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই হয়রত আলীর মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে, পরিবারের আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
১০