সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫

সাতক্ষীরা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার শ্যামনগরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির ওরফে হযরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে সুন্দরবন নার্সিংহোম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীআটি গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, হযরত আলী নকিপুর বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সুন্দরবন নার্সিং হোম সংলগ্ন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী  ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই হয়রত আলীর মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে, পরিবারের আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০