বাসস
  ১২ মে ২০২৪, ১২:৫২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাট নিয়ে কৃষক কর্মশালা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১২ মে, ২০২৪ (বাসস): গোপালগঞ্জে উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদন পাট চাষ ও পাট পচনের ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০টায়  বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এ কর্মশালার আয়োজন করে। 
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজেএ চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন  খুলনা বিজেএ'র সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিত কুমার ঘোষ।
কর্মশালায় পাটের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের ফরিদপুরের সহকারী পরিচালক মো: জাহিদুল ইসলাম
উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন ও পাট চাষ নিয়ে বক্তব্য রাথেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাকিবুল ইসলাম।
পাট পচনের আধুনিক ক্রোমোন্নয়নের উপর  বক্তব্য উপস্থাপন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো . লুৎফর রহমান। 
খুলনা জেলা পাট পরিদর্শক মো. মজিবর রহমানের সঞ্চালনায় এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেএ ঢাকার  ঊর্ধ্বতন নির্বাহী বিনয় মন্ডল ও নজরুল ইসলাম। 
কর্মশালায় বক্তারা  বলেন, আমাদের দেশে  উচ্চ ফলনশীল  পাট বীজের অভাব রয়েছে। বিদেশ থেকে আমাদের  পাট বীজ আমদানি করতে হয়। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয় । বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পাট বীজের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাই বক্তারা উচ্চ ফলনশীল পাট বীজের  উৎপাদন বৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কলাকৌশল নিয়ে কর্মশালায় বিস্তর আলোচনা করেন। এছাড়া পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । 
কর্মশালার বিভিন্ন পর্বে কৃষকদের  প্রশ্নের উত্তর দেন রিসোর্স পারসনরা। এতে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের ৫০  জন কৃষক ও কৃষাণী অংশ নেন।