বাসস
  ১৯ মে ২০২৪, ২১:৫৪

রাজধানীতে ৬ কোটি টাকার বিদেশী মদসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

ঢাকা, ১৯ মে, ২০২৪ (বাসস) : রাজধানীর ডেমরা এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের ৮হাজার ৬০০ লিটার বিদেশী মদসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। 
এতে বলা হয়, শনিবার  বিকেল ৫টায় র‌্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউন এলাকার একটি ক্যামিকেল ফ্যাক্টরীতে অভিযান চালায়। এ অভিযানে ৬ কোটি ২ লাখ টাকা মূল্যের ৮ হাজার ৬০০ লিটার বিদেশী মদসহ মাদক বিক্রেতা মো. দ্বীন ইসলাম (৪৮), মো. আনিসুর রহমান রিপন  ও আব্দুল হাদীকে (২০) গ্রেফতার করা হয়। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত দ্বীন ইসলাম চীন থেকে পলি এ্যালুমিনিয়াম ক্লোরাইড নামক পানি পরিষ্কার করার ক্যামিকেল আমদানি করে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার একটি গোডাউনে মজুদ করে রাখতো। পরবর্তীতে সেগুলো রাজধানীঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এ ব্যবসার আড়ালে দ্বীন ইসলাম ও তার প্রধান সহযোগী আনিসুর রহমান রিপনসহ আরও ৪ থেকে ৫ জন মিলে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। যার অংশ হিসেবে দ্বীন ইসলাম চীনসহ বিভিন্ন দেশ থেকে  এসব ক্যামিকেলের সাথে ক্যামিকেলের জারিকেনে করে কৌশলে বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ দেশে নিয়ে আসতো। এরপর এই মদ ডেমরা এলাকায় তাদের গোডাউনে মজুদ করে রাখতো।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।