বাসস
  ২২ মে ২০২৪, ১৪:০২

বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকা, ২২ মে, ২০২৪ (বাসস): আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ বুধবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া বিভাগ আরো জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরো ঘনিভূত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিভাব বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি সৃষ্ট লঘুচাপ আরো ঘণীভূত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনি¤œ তেতুলিয়ায়  ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।