শিরোনাম
শেরপুর, ২৫ মে ২০২৪ (বাসস) : জেলায় আজ সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
আজ শনিবার দুপুরে জেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ধান- চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, চেম্বার অব কর্মাসের সভাপতি আসাদুজ্জামান রওশন প্রমুখ-সহ ধান ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১০ হাজার ৩৩৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।