বাসস
  ১৬ জুলাই ২০২৪, ২২:১৮
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:৪৯

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ

ঢাকা, ১৬ জুলাই, ২০২৪ (বাসস): ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেয়া হয়েছে। 
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাস দুটিতে এ অগ্নিসংযোগ করা হয়।তবে অগ্নিকান্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বাসসকে এ তথ্য জানান। 
তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছেঁ আগুন নেভায়। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে অগ্নিসংযোগের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
সরেজমিন দেখা গেছে, হাইকোর্ট থেকে পুরানা পল্টনের দিকে যাওয়ার পথে মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।