চট্টগ্রামে আ. লীগ নেতা ফখরুল আনোয়ার গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬

চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে ছেলের বৌ-ভাত অনুষ্ঠান থেকে আটক হওয়া উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

তিনি চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

সিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে খুলশী থানার নেভি কনভেনশন সেন্টারে অভিযান চালিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

ফখরুল আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেভি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলে বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান ছিল। সেখানে ফটিকছড়ির সাবেক এমপি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর ভান্ডারি ও এমপি খাদিজাতুল আনোয়ারসহ উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সগঠনের অনেক নেতাকর্মী এসেছে, এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাত ৯টার দিকে শতাধিক তরুণ কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে থাকে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০