চট্টগ্রামে আ. লীগ নেতা ফখরুল আনোয়ার গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬

চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে ছেলের বৌ-ভাত অনুষ্ঠান থেকে আটক হওয়া উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

তিনি চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

সিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে খুলশী থানার নেভি কনভেনশন সেন্টারে অভিযান চালিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

ফখরুল আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেভি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলে বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান ছিল। সেখানে ফটিকছড়ির সাবেক এমপি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর ভান্ডারি ও এমপি খাদিজাতুল আনোয়ারসহ উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সগঠনের অনেক নেতাকর্মী এসেছে, এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাত ৯টার দিকে শতাধিক তরুণ কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে থাকে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০