সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭
সাবেক মন্ত্রী মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি  আদালত।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, বেনাপোল কাস্টম হাউজের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমি।

দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিব আজ এ আদেশ দেন।

মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারী কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।  

তিনি দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমণ রহিত করা একান্ত আবশ্যক।

সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ফরিদ আজিজ গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন।

স্ত্রীসহ যশোর কাস্টম হাউজের সাবেক কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইসহ ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে।  অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশে ও কানাডাসহ বিভিন্ন দেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তাছাড়া তিনি তার ভাইসহ বিভিন্ন ব্যক্তির নামে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানিসহ শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন বলে তথ্য পাওয়া যায়। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার অবৈধ অর্জিত অর্থ তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন মাধ্যমে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলেও অনুসন্ধানকালে তথ্য পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে নির্মাণাধীন ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা 
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি: সিইসি নাসির উদ্দিন
ভারতে রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯
ভোলা উপকূলের জেলেরা ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান
শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ব্যাংকের টাকা লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে: ড. আনিসুজ্জামান চৌধুরী
লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে সেতু সংযোগ সড়ক সংস্কার
লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে সেতু সংযোগ সড়ক সংস্কার
প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণে গণশুনানি ৬ অক্টোবর
১০