বাসস
  ১৮ জুলাই ২০২৪, ১৯:৫২

কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বান্দরবানে মানববন্ধন 

বান্দরবান, ১৮ জুলাই, ২০২৪ (বাসস) : কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে আজ বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান পার্বত্য জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান পার্বত্য জেলা ইউনিট কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) তারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রাজু, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সাধারণ সম্পাদক কামাল পাশা, মুক্তিযোদ্ধার সন্তান বাবুল মারমা, সাদ্দাম হোসেন মানিক, সুমন মল্লিকসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা রক্ষা করতে হবে। দেশের এ সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। রাজাকারদের ঠাঁই বাংলাদেশে হবে না। সাধারণ ছাত্রদের সঙ্গে স্বাধীনতাবিরোধী চক্র দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে।