নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না : বরকতউল্লাহ বুলু

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৩৯
মঙ্গলবার চাঁদপুরে বক্তব্য দেন বিএনপি নেতা বুলু। ছবি : বাসস

চাঁদপুর, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাইরে এই দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বলে উল্লেখ করেন তিনি। 

আজ মঙ্গলবার চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫ ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকতউল্লাহ বুলু বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। কিছু রাজনৈতিক দল বিএনপির কী কী ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণায় ব্যস্ত রয়েছে। তিনি বলেন, দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। এ সময় তিনি নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য নেতাদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায় নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের বিনিময়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২ হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।

সভায় বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনঃগঠন, জাতীয় নির্বাচন ও দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করার বিষয়ে  আলোচনা হয়। 

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
হ্যানয়তে পেট্রোলচালিত বাইক নিষিদ্ধের ঘোষণায় ক্ষুব্ধ স্কুটার চালকরা
গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনী নিহত 
১০