
জয়পুরহাট, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্কাউটস এর উপপ্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, যতদিন পর্যন্ত আমরা দেশের প্রতি দায়িত্বশীল না হবো, ততদিন আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আমার বিশ্বাস, আগামী দিনে দেশ পরিবর্তনের কান্ডারি হবে কাব ও স্কাউটস এর বন্ধুরা।
আজ সোমবার সকাল ১১টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত নবম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তব্য দেন জয়পুরহাট জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীসহ অনেকে।
ক্যাম্পুরির শুরুতে স্থানীয় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে তা সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলা কাব দলের পক্ষ থেকে গান ও নাচ পরিবেশন করা হয়।