
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের ব্যাটার হাসান নাওয়াজ।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন হাসান। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়লেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পান হাসান। প্রথম ম্যাচে ৩ ও তৃতীয় ম্যাচে ৫ রান করেন তিনি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১ রানের বেশি করতে পারেননি হাসান। পরের দুই ম্যাচে একাদশেই সুযোগ পাননি এই ডান-হাতি ব্যাটার।
হাসানের জায়গায় ওয়ানডে দলে কাউকে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টি-টোয়েন্টিতে তার পরিবর্তে ফখর জামানকে দলে নিয়েছে পিসিবি।
গত এশিয়া কাপে পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ফখর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি তিনি।
আগামীকাল থেকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। ১৭ নভেম্বর থেকে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে পাকিস্তান।