বাসস
  ২৪ জুলাই ২০২৪, ২৩:১১

মাগুরায় অসহায় ও দুস্থদের মধ্যে ছাত্রলীগের খাবার বিতরণ

মাগুরা, ২৪ জুলাই, ২০২৪ (বাসস): গণতন্ত্রের মানসকন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাগুরায় জেলা ছাত্রলীগ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে। 
আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ খাবার বিতরণ করে।
জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের নেতৃত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি আবু নাসির বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপুসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিল।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার থেকে জেলা ছাত্রলীগ একই স্থানে খাবার বিতরণ কর্মসুচি পালন করে।