বাসস
  ২৫ জুলাই ২০২৪, ১৩:১৭

শরীয়তপুরে আজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল

শরীয়তপুর, ২৫ জুলাই, ২০২৪ (বাসস) : জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় চলমান সান্ধ্য আইন আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এসময় যান-বাহন চলাচল স্বাভাবিকসহ অফিস, আদালত, দোকান-পাট স্বাভাবিকভাবে খোলা থাকবে।
জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ আজ সকাল সাড়ে ১০টায় মোবাইল ফোনে বাসস’কে জনিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত ৯টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। জেলাবাসির নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি বিবেচনায় আগামীকাল শুক্রবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।