বাসস
  ৩০ জুলাই ২০২৪, ১৩:৩৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে মতবিনিময় সভা

রাঙ্গামাটি, ৩০ জুলাই, ২০২৪(বাসস) : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলায় আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য বিভাগের আহবায়ক মো: আব্দুর রহিম।
জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় উপস্থিত ছিলেন  পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো আবদুল্লা আল হাসান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্যসম্পদের টেকসই মৎস্য সংরক্ষণ ও আহরণ ব্যবস্থাপনা প্রবর্তন, খাঁচা/পেনে মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণে মৎস্য অধিদপ্তরের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যার মাধ্যমে  পার্বত্য অঞ্চলে মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে জানান তারা।