নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেনজির হোসেন নিশি দুইদিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:০১
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী নিশিকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ছবি: বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় বেনজির হোসেন নিশির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিশি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক। 

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াক তার জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ২২০ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেজা নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম 
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ : তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় জরিমানা
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন : যুক্তরাজ্যে হাসিনা সরকারের ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির লেনদেন
বিনিয়োগ সম্ভাবনা প্রসারে চীন সফরে বাংলাদেশ প্রতিনিধি দল
খাগড়াছড়িতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষ্যে মিট দা প্রেস
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খুলনা ও বরিশালে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি
এ বছর ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১১শ ৫ কোটি টাকা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর কারাদণ্ড
১০