বাসস
  ৩১ জুলাই ২০২৪, ১২:১৬

পিরোজপুরে ৭৭৩ টি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ৫৫ লক্ষাধিক টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা

পিরোজপুর, ৩১ জুলাই, ২০২৪ (বাসস): জেলায় ১২ মাসে আইন অমান্যকারীদের ৫৫ লক্ষ ১০ হাজার ৬৪০ টাকা জরিমানা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।
সদ্য সমাপ্ত ২০২৩-২০২৪ অর্থ বছরের জুলাই থেকে জুন পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে ৭৭৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব আদালতে ২ হাজার ১১৯ টি মামলায় ১০৬ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২ হাজার ১২২ জনকে বিভিন্ন পরিমানের অর্থদন্ডে দন্ডিত করে ৫৫ লক্ষ ১০ হাজার ৬৪০ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারের সংশ্লিষ্ট তহবিলে জমা করা হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন  এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত অর্থ বছরে ৮৭ লক্ষ ৪৫ হাজার ২শত টাকা মূল্যের নিষিদ্ধ জাল পুড়িয়ে ভষ্মীভূত করা হয়েছে। পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ের বিচার শাখার ১টি সূত্রে জানাগেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ওষুধ আইন, সড়ক পরিবহন আইন, স্থানীয় সরকার ইউপি আইন, করাতকল লাইসেন্স বিধিমালা, শব্দনিয়ন্ত্রণ বিধিমালা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, কৃষি বিপণন আইন, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, বাল্যবিবাহ নিরোধ আইনসহ বিভিন্ন আইন অমান্যকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করে। পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার শান্তিপ্রিয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যহত রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেয়া হয় নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে বলেও জেলা প্রশাসক জানান।