শিরোনাম
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ (বাসস): বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া আজ রাজধানীর কাওলা আবাসিক এলাকা পরিদর্শন করেছেন।
এসময় বেবিচক চেয়ারম্যান সেখানকার শিশু পার্ক, কোয়ার্টার, বাজার, স্কুল, হেলিপ্যাড এলাকা, মসজিদ, মন্দির, কবরস্থান ও নিরাপত্তা বেষ্টনিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং আবাসিক এলাকায় বসবাসকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বেবিচক-এর শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।