বাসস
  ২০ আগস্ট ২০২৪, ১৯:০৫

চট্টগ্রামের সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে

চট্টগ্রাম, ২০ আগস্ট, ২০২৪ (বাসস) : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক জিনিয়া আকতার আজ বিকেলে এ আদেশ দেন।
বাসসের আদালত প্রতিবেদক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৭ আগস্ট গ্রেফতার ও একই দিনে রিমান্ডে নেয়া সাবেক এমপি এমএ লতিফকে আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ রফিক রিমান্ড শেষ হওয়ায় লতিফের জামিনের আবেদন করেন। বিচারক সে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সঙ্গে জেল কর্তৃপক্ষকে যথাযথ নিয়ম মেনে তাকে সেখানে রাখার আদেশ দেন।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে নগরীর নিউমার্কেট এলাকা থেকে ফেরার পথে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন গুলিতে আহত হন। এ ঘটনায় আহত এরশাদ ১৬ আগস্ট বাদী হয়ে এমএ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় এক‘শ থেকে দেড়‘শ জনকে আসামি করে থানায় মামলা করেন। এ মামলায় ১৭ আগস্ট সকালে নগরীর বায়েজিদ এলাকা থেকে লতিফকে গ্রেপ্তার করা হয়।