শিরোনাম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে অব্যাহতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ শুক্রবার বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা কবলিত এলাকায় যান।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স, এশিয়ান পেইন্টস, ইমপ্রেস টেলিফিল্ম এর 'প্রকৃতি ও জীবন'সহ সামরিক বেসামরিক সংস্থা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে ত্রাণসামগ্রী প্রদান করেছে।
যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজম্যান্ট সেল চালু করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে আইএসপিআর জানায়।