শিরোনাম
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৪ (বাসস) : ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের মদদ দিলে আজীবন বহিস্কার’ শীর্ষক ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মাহসচিব ও আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’